নিজস্ব সংবাদদাতা- প্যারিসের গর্জন যেন থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য। ৩২৯ মিনিটের লড়াই শেষে কার্লোস আলকারাজ যখন দুই হাত মাটিতে ছুঁয়ে উল্লাসে ভেসে উঠলেন, তখন বোঝা গেল—এটা শুধু জয় নয়, এটা ইতিহাস লেখা।
ফরাসি ওপেনের ফাইনালে প্রথম দুই সেট হেরে যেন একপ্রকার বিদায় জানিয়ে ফেলেছিলেন অনেকে। জানিক সিনারের সার্ভ আর স্ট্রোকে মুগ্ধ হচ্ছিলেন সবাই। কিন্তু আলকারাজ! তিনি থামেন না, ঝাঁপিয়ে পড়েন—প্রতিটা পয়েন্টের জন্য, প্রতিটা মুহূর্তে।
তৃতীয় সেটে তিনি ঘুরে দাঁড়ালেন, তারপর চতুর্থ ও পঞ্চম সেটের টাইব্রেকারে দেখালেন—মনের জোর কাকে বলে।
যে কিশোর কয়েক বছর আগে রাফায়েল নাদালকে দেখে টেনিস হাতে নিয়েছিল, আজ তিনিই লাল মাটিতে দ্বিতীয়বারের জন্য শিরোপা জিতলেন। পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম তার ঝুলিতে। আর শুধু জয় নয়—এটা এক প্রজন্মের প্রতিশ্রুতি পূরণের মুহূর্ত।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন