নিজস্ব সংবাদদাতা -আসানসোল পুলিশ কমিশনারেটের আলাউদ্দিন খাঁ বিথি এলাকায় একটি চুরির ঘটনায় জড়িত পালিত কন্যা এবং তার এক পরিচিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযুক্ত দু’জনই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার সঞ্জীব শর্মা ও তাঁর স্ত্রী নাগমনিদেবী ছোটবেলা থেকেই দীপু নামের একটি মেয়েকে নিজের মেয়ের মতো লালনপালন করতেন। দীপুর পদবী পর্যন্ত তাঁরা ‘শর্মা’ রাখেন। সম্প্রতি দিল্লি থেকে দীপা যাদব নামে দীপুর এক পরিচিতা তাঁদের বাড়িতে আসেন।
বৃহস্পতিবার নাগমনিদেবী বাজারে গেলে সে সময় আলমারি থেকে ২৫ ভরি সোনার গয়না, ১ কেজি রুপোর অলংকার এবং নগদ আড়াই লক্ষ টাকা চুরি হয়। বাড়ি ফিরে বিষয়টি নজরে আসার পরই তারা থানায় অভিযোগ জানান।
পুলিশ দীপুর জেরা শুরু করে। তাঁর বক্তব্যে অসঙ্গতি দেখে পুলিশ তাঁর মোবাইল ঘেঁটে সন্দেহের সূত্র খুঁজে পায়। দীপু জানায়, দীপা সেদিনই দিল্লিগামী ট্রেনে উঠবে। ফোনের লোকেশন ট্র্যাক করে দেখা যায়, দীপা তখন দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে। পুলিশ দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী।
পুলিশ শুক্রবার তাদের আদালতে তোলে। পুরো ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন