দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার প্রতিবাদে ASFHM-এর ‘বিকাশ ভবন চলো’ আন্দোলন

Spread the love

নিজস্ব সংবাদদাতা – রাজ্যের সরকারপোষিত ও সরকার-সহায়তাপ্রাপ্ত হাই স্কুল এবং হাই মাদ্রাসার হাজার হাজার প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে এবার রাস্তায় নামতে চলেছেন। অ্যাডভান্স সোসাইটি ফর হেড মাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস (ASFHM) আগামী মঙ্গলবার ‘বিকাশ ভবন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে, যা সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে।

কর্মসূচি অনুযায়ী, সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশন শেডের তলায় (করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে) অবস্থান, ধরনা ও বিক্ষোভের মাধ্যমে শুরু হবে প্রতিবাদ। এরপর অংশগ্রহণকারীরা পদযাত্রা করে বিকাশ ভবনের দিকে রওনা দেবেন। বিকাশ ভবনে পৌঁছে শিক্ষামন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের কাছে দাবি-সংবলিত ডেপুটেশন ও স্মারকলিপি হস্তান্তর করবেন তাঁরা।

সংগঠনের নেতৃত্বের দাবি, বহু বছর ধরে প্রধান শিক্ষক-শিক্ষিকারা উপযুক্ত সুযোগ-সুবিধা, সম্মান ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা থেকে বঞ্চিত। তাঁদের মতে, এই দাবিগুলি কেবল শিক্ষক সমাজের স্বার্থে নয়, গোটা শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের জন্য অপরিহার্য। তাই তারা মনে করছেন, এই আন্দোলন শুধু ব্যক্তিগত স্বার্থে নয়, বরং শিক্ষাক্ষেত্রে ন্যায় ও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আন্দোলনের ফলে রাজ্যের শিক্ষাক্ষেত্রে আলোচনার নতুন দিগন্ত খুলবে কিনা, তা এখন সময়ই বলবে। তবে শিক্ষকদের এই পদক্ষেপ রাজ্যের শিক্ষা প্রশাসনের প্রতি একটি স্পষ্ট বার্তা— বঞ্চনার অবসান চাই, এবং তা চাই এখনই।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds