কিছুদিন আগেই বড় বড় কথা বলেও দু’ম্যাচে হার মেনেছে পাকিস্তান। এবার পালা বাংলাদেশের! এশিয়া কাপে প্রথমবারের মতো সুপার ফোরে ভারতের মুখোমুখি হতে চলেছে টাইগাররা। তবে ম্যাচের আগেই হুঙ্কার ছাড়লেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান (Mahedi Hasan On Team India)। তাঁর স্পষ্ট বক্তব্য— মাথা ঠান্ডা রেখে খেলাই লক্ষ্য, প্রতিপক্ষ ভারত হোক বা অন্য কেউ, সেটি বড় বিষয় নয়।
ম্যাচের আগে মেহেদীর বার্তা
মেহেদী জানিয়েছেন, “আমরা শুরু থেকেই মাথা ঠান্ডা রেখে খেলছি। বাড়তি কিছু ভাবতে চাই না। প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া বা অন্য কেউ হোক— আমাদের খেলার ধরণ একেবারেই একই থাকবে। শুধু ঠান্ডা মাথায় ক্রিকেট খেলব।” তাঁর কথায় পরিষ্কার, প্রতিপক্ষকে ভয় না করে নিজেদের খেলার উপরেই জোর দিতে চাইছে বাংলাদেশ।
শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা
সদ্য সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশ। বর্তমানে ভারত ও বাংলাদেশের ঝুলিতে সমান ২ পয়েন্ট, তবে নেট রান রেটের নিরিখে অনেক পিছিয়ে রয়েছে টাইগাররা (ভারত 0.689, বাংলাদেশ 0.121)। বিশ্লেষকদের মতে, লিটন দাসদের জন্য ভারতকে হারানো কঠিন চ্যালেঞ্জ, তবে লড়াইয়ে সর্বস্ব উজাড় করতে পারলেই চমক দেখাতে পারে তারা।
পরিসংখ্যান যা বলছে
যদিও রেকর্ড একেবারেই বাংলাদেশের পক্ষে নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে খুব একটা ভালো অবস্থায় নেই তারা। ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, জিততে পেরেছে মাত্র একটি ম্যাচ। অন্যদিকে এশিয়া কাপে ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দেশের মধ্যে ১৫টি ম্যাচ হয়েছে, যার মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে ভারত। ফলে বোঝাই যাচ্ছে, আগামীকালের ম্যাচ বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।