নিজস্ব সংবাদদাতা -দিল্লির বৈঠক ঘর তখনও গমগম করছে নানা রাজ্যের সচিবদের বক্তব্যে। কিন্তু বাংলার গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথনের দিকে যেন কেউ তাকিয়েই নেই। একেবারে শেষ মুহূর্তে তাঁকে সুযোগ দেওয়া হল কথা বলার, তাও কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া ছাড়া।
এই নিস্পৃহতা নতুন নয়। একশো দিনের কাজ এবং আবাস যোজনায় পশ্চিমবঙ্গের প্রাপ্য অর্থ আটকে রয়েছে বহুদিন ধরেই। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ১ অগাস্ট থেকে ১০০ দিনের কাজ চালু করতে হবে। কিন্তু কেন্দ্র যেন সেই নির্দেশকে কার্যত এড়িয়ে যাচ্ছে।
রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট ভাষায় বলেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।” তিনি তুলে ধরেন বিজেপি শাসিত রাজ্য গুজরাট ও বিহারে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ—যেখানে কোনও প্রকল্প থেমে যায়নি। অথচ বাংলায় মাত্র ৫ কোটি টাকার অভিযোগে প্রকল্প স্তব্ধ!
তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর আস্থা রেখেই রাজ্য এগিয়ে চলবে, কেন্দ্র বাধা দিলেও অগ্রগতি থামবে না।
রাজ্য-কেন্দ্রের এই সংঘাত নতুন নয়, তবে হাইকোর্টের নির্দেশের পরও কেন্দ্রের নীরবতা এবার বিষয়টিকে এক নতুন মাত্রা দিয়েছে। প্রশাসনিক স্তরে এমন অবহেলা এবং রাজনৈতিক চাপানউতোরের মধ্যে সাধারণ মানুষ কবে আবার প্রকল্পের সুফল পাবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন