গ্রীষ্মের দহন শেষে ফের আকাশে বৃষ্টির গন্ধ, বাংলার আকাশে সাতদিনের দুর্যোগের ছায়া

Spread the love

নিজস্ব সংবাদদাতা – গরমের কামড়ে হাঁসফাঁস অবস্থা ছিল গোটা বাংলায়। কিন্তু সেই দহন পেরিয়ে এবার ফের বৃষ্টির বার্তা শোনাচ্ছে আকাশ। স্বস্তির বারিধারা হয়তো ভিজিয়ে দেবে শুকনো মাটি, আবার হয়তো দুর্যোগের আশঙ্কাও মাথাচাড়া দেবে—দুই বিপরীত সম্ভাবনাই এবার হাত ধরাধরি করে এগোচ্ছে বাংলার আকাশে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী সাতদিন ধরে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলবে। কোথাও হালকা, কোথাও ভারী, কোথাও বা তাণ্ডবের আশঙ্কা।
তাপমাত্রা কিছুটা কমলেও, অস্বস্তি থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির হাত ধরে আসতে পারে খানিকটা স্বস্তি।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আজ থেকেই মুখ ভার করতে শুরু করবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া—সকলেই রয়েছে হলুদ সতর্কতার আওতায়। বৃষ্টির দাপট বাড়বে সপ্তাহান্তে।

উত্তরবঙ্গেও চলছে মেঘ জমার খেলা। আকাশের গর্জন যেন বার্তা দিচ্ছে—‘এখনও শেষ নয়।’ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো পাহাড়ি ও সমতল মিলিয়ে একাধিক জেলায় শুক্রবার থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা।
যেন প্রকৃতি ধীরে ধীরে নিজের ভারসাম্য ফেরানোর পথে হাঁটছে, কিন্তু সেই পথে ছড়িয়ে রয়েছে আশঙ্কার ছায়াও।

এই আবহে প্রশ্ন একটাই—এই বৃষ্টি কি সত্যিই স্বস্তি এনে দেবে, না কি আবারও নতুন কোনও প্রাকৃতিক দুর্যোগের অশনিসংকেত হয়ে দাঁড়াবে?

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds