নিজস্ব সংবাদদাতা – আজ ১৪ জুলাই থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘বনমহোৎসব’। চলবে ২০ জুলাই পর্যন্ত। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি সেখানে বলেছেন, “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও।” এই বার্তার মাধ্যমে তিনি সবাইকে গাছ লাগানোর ও প্রকৃতিকে ভালোবাসার আহ্বান জানান।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ৪.৫ লক্ষ বিঘা জমিতে গাছ লাগানো হয়েছে। পাশাপাশি, ‘সবুজশ্রী’ প্রকল্পে ৬৫ লক্ষের বেশি গাছের চারা বিতরণ করা হয়েছে নতুন মায়েদের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে একটি শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে একটি গাছ জন্ম নেয়—এটি যেমন সুন্দর ভাবনা, তেমনি পরিবেশের জন্যও ভালো।
বনমহোৎসবের মাধ্যমে রাজ্য সরকার শুধু গাছ লাগানোর উৎসাহ দেয় না, বরং পরিবেশ নিয়ে সচেতনতা তৈরিতেও উদ্যোগী হয়। এভাবেই গড়ে উঠছে এক ‘সবুজ বাংলা’, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি স্বাস্থ্যকর পরিবেশ।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন