নিজস্ব সংবাদদাতা – টানা বৃষ্টিতে অতিষ্ট রাজ্যবাসী। শহর হোক বা গ্রাম—পানিতে থইথই করছে রাস্তাঘাট। অনেকের মনেই এখন একটাই প্রশ্ন: কবে থামবে এই বৃষ্টি?
হাওয়া অফিসের সূত্র বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ সরলেও স্বস্তির আশা এখনও নেই। নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডের দিকে, তবে তার রেশ ছড়িয়ে রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব এলাকায়। কমলা সতর্কতা জারি করায় মানুষের চিন্তা বেড়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার, ১৪ জুলাইয়ের পর। তার আগে মেঘলা আকাশ ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গেও পরিস্থিতি বেশ চিন্তার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
রাজ্যবাসীর তাই আপাতত একটাই প্রার্থনা—এই শ্রাবণের ধারায় একটু বিরতি হোক।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন