নিজস্ব সংবাদদাতা- আকাশে আবারও জমছে কালো মেঘ। থেমে থেমে রোদ উঠলেও প্রকৃতি যেন নতুন করে জানান দিচ্ছে—”এখনও শেষ নয় বর্ষা”। এবার আর নিম্নচাপ নয়, আবহাওয়ার আমূল বদলের কারণ একাধিক ঘূর্ণাবর্ত।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়েছে। তার প্রভাবেই রবিবার থেকেই বৃষ্টির ঘনঘটা বাড়তে চলেছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির দাপট দেখা দেবে। পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।
একইসঙ্গে উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের জন্য টানা পাঁচ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ—সব অঞ্চলেই ছড়াবে এই দুর্যোগ।
উত্তরবঙ্গে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে টানা ভারী বৃষ্টি হতে পারে পাঁচ দিন ধরে। শহর থেকে গ্রামে, আবারও জল জমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ।
যদিও বর্ষা অনেক সময়েই স্বস্তি আনে, কৃষিকাজের গতি বাড়ায়—তবুও টানা ভারী বর্ষণ মানেই বিপর্যয়। বিগত দিনের বৃষ্টিতে অনেক নদীর জলস্তর বাড়তেই শুরু করেছে। ফলে আগামী সপ্তাহে ফের জলমগ্ন রাস্তা, ট্র্যাফিকের হাল, অফিসপাড়ার ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন