নিজস্ব সংবাদদাতা – বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনায় দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে চলেছে বর্ষা। হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণাবর্ত রবিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হলে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তার আগে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার আকাশও সকাল থেকেই কালো মেঘে ঢেকে ছিল। শুক্রবার রথযাত্রার দিনও বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টি হয়েছে। আগামী ৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস মিলেছে। শনিবার ও রবিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আরও বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টি বাড়বে, সঙ্গে থাকবে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচটি জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও উপরের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার তা আরও ছড়িয়ে পড়বে। দুই দিনাজপুর ও মালদহেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। টানা বৃষ্টির ফলে দুই বঙ্গেই তাপমাত্রা অনেকটাই কমেছে। কলকাতার শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৮ শতাংশ ও ন্যূনতম ৯২ শতাংশ।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন