নিজস্ব সংবাদদাতা – বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে আবহাওয়ার নতুন করে অবনতি ঘটতে চলেছে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টিপাত— এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবারও পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই দুই দিনে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতিও উদ্বেগজনক। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) সম্ভাবনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনায় সর্তকতা জারি রয়েছে। রবিবারও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় একই পরিস্থিতি বজায় থাকবে এবং দুর্যোগের সম্ভাবনা সোমবার পর্যন্ত টানা চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে প্রশাসনকে আগাম সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন