নিজস্ব সংবাদদাতা – বাংলার আকাশ আবারও জলমগ্ন হওয়ার পথে। শ্রাবণের শুরুতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আবহাওয়া বদলের ইঙ্গিত স্পষ্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ জুলাই থেকে দক্ষিণবঙ্গজুড়ে টানা বৃষ্টি শুরু হতে চলেছে।
২১ জুলাইয়ের খটখটে শুকনো কলকাতা যেন এক বিরল দৃশ্য উপহার দিল শহিদ দিবসে। কিন্তু সেই বিরল আবহাওয়া খুব বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আগামী কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষত উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহর কলকাতাও রেহাই পাবে না এই বৃষ্টির দাপট থেকে—ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি হয়েছে।
উত্তরবঙ্গও পিছিয়ে নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো পাহাড়ি ও সমতল জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে জনজীবনে প্রভাব পড়তে পারে। প্রশাসন ও নাগরিকদের উপযুক্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন