নিজস্ব সংবাদদাতা-দেহরাদুনের মান্ডুওয়ালা এলাকায় ২২ বছরের বিজেপি নেতা রোহিত নেগির মর্মান্তিক হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সোমবার রাতে বন্ধুবান্ধবের সঙ্গে ফিরছিলেন তিনি, সেই সময় বাইক আরোহী এক দুষ্কৃতী গুলি চালায় তাঁর উপর। গুলি লাগে ঘাড়ে, আর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই খুনের পেছনে প্রেমসংক্রান্ত পুরনো শত্রুতা কাজ করেছে বলে দাবি করছে পুলিশ। জানা গেছে, রোহিতের ঘনিষ্ঠ বন্ধু এক মুসলিম তরুণীর সঙ্গে থাকতেন, যা অভিযুক্ত আজহার ত্যাগীর কাছে ছিল অত্যন্ত আপত্তিকর। সেই থেকেই দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল এবং পরিস্থিতি চরমে পৌঁছায় এই খুনের মধ্য দিয়ে।
পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে বিশেষ দল গঠন করেছে। ঘটনার তদন্তে নামানো হয়েছে চারটি পৃথক ইউনিট। সিসিটিভি ফুটেজ, স্থানীয় সূত্র, এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে এগোচ্ছে তদন্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়েছে এবং শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার আবেদন জানিয়েছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন