
জয় রাইডের দোলনায় মৃত্যু: উচ্ছ্বাস থেমে গেল নিক্কো পার্কের কান্নায়
নিজস্ব সংবাদদাতা – হাসিমুখ, সেলফি, বন্ধুত্বের সুর— নিক্কো পার্কের সেই বুধবার সকালটা শুরু হয়েছিল ঠিক এমনই। সাত বন্ধুর দল মেতে উঠেছিল রাইডে, জলে, আনন্দে। কিন্তু দুপুর হতেই পাল্টে যায় ছবিটা। বন্ধুদের কাঁধে তখন নিথর দেহ— ১৮ বছরের রাহুল, উল্টাডাঙ্গার ছেলে, যার ভবিষ্যৎ মাত্র শুরু হচ্ছিল। জয় রাইডে ওঠার পর কী হল, তা কেউ জানে না…