গুলি চলল তৃণমূল নেতার উপর, ফের উত্তপ্ত কোচবিহার — রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত?

Spread the love

নিজস্ব সংবাদদাতা – রাজনৈতিক হিংসা ফের মাথাচাড়া দিচ্ছে কোচবিহারে? বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা রাজু দে, যিনি কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ব্লকের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। বাড়ির সামনে দুষ্কৃতীদের হামলা, তার উপর কাছ থেকে গুলি চালানো এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি — সব মিলিয়ে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা ও নিরাপত্তা ঘিরে প্রশ্ন।

তৃণমূল নেতৃত্ব সরাসরি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করলেও, প্রশাসনিক তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। প্রশ্ন উঠছে — রাজনৈতিক দলের নেতারা কি আর নিজেদের এলাকায়ও নিরাপদ নন? এই ঘটনা ফের রাজ্য রাজনীতিতে উত্তপ্ত পরিবেশের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক রেষারেষি নাকি পূর্বপরিকল্পিত হামলা — তা তদন্তে স্পষ্ট হবে। তবে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তেজনার পরম্পরায় এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds