নিজস্ব সংবাদদাতা – অবশেষে অপেক্ষার অবসান! CUET UG 2025 পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। ৪ জুলাই, অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে দেশজুড়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভরসা পেল বাস্তবতা।
এ বছর ১৩ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশের নানা কেন্দ্রে আয়োজিত এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। লক্ষ্য একটাই— ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও বিশিষ্ট প্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে সুযোগ পাওয়া।
পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র ১ জুলাই প্রকাশের পর এখন ফলাফল জানা যাচ্ছে cuet.nta.nic.in-এ গিয়ে। শুধু অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করলেই পাওয়া যাচ্ছে নিজের স্কোরকার্ড।
এই ফলাফল শুধু একটি নম্বর নয়— বরং হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার যাত্রার প্রথম সোপান। এখন শুরু হবে কাউন্সেলিং, সাবজেক্ট পছন্দ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচনের লড়াই।
বিশেষজ্ঞরা বলছেন, CUET-এর মতো একক প্রবেশিকা পরীক্ষা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও সাম্যতা আনছে। তাই এই পরীক্ষার গুরুত্ব সময়ের সঙ্গে সঙ্গে কেবল বেড়েই চলেছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন