নিজস্ব সংবাদদাতা – ভারতের গণতন্ত্রের ইতিহাসে ১৯৭৫ সালের জরুরি অবস্থা এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। সেই সময়ের সরকারি দমননীতির দলিল হিসেবে পরিচিত ‘মিসা’ আইন সম্পর্কিত গোপন নথিগুলি এতদিন রাষ্ট্রের সংরক্ষিত ভাণ্ডারে লুকিয়ে ছিল। এবার দিল্লি সরকারের উদ্যোগে সেই নথি জনসমক্ষে আসার পথে।
এই নথিগুলির মধ্যে শুধু আইনত গ্রেফতারের তথ্যই নয়, আছে রাজনৈতিক মত প্রকাশের কারণে হাজার হাজার সাধারণ মানুষ ও বিরোধী নেতার বন্দিত্বের কাহিনি। জয়প্রকাশ নারায়ণ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদভানি—তৎকালীন বহু নেতার নাম এই রেকর্ডে রয়েছে।
এই উদ্যোগ শুধু ইতিহাসের এক নিগূঢ় অধ্যায়কে উন্মোচিত করবে না, একইসঙ্গে ভবিষ্যতের গণতান্ত্রিক চর্চার জন্য এক মূল্যবান শিক্ষা হিসেবেও কাজ করবে। সমাজবিজ্ঞানীদের মতে, এই নথি আমাদের মনে করিয়ে দেবে—সংবিধান কখন, কীভাবে সংকটে পড়েছিল, এবং কেমন ছিল রাষ্ট্রের প্রতিক্রিয়া।
ডিজিটাল আর্কাইভ তৈরির ফলে এখন গবেষক, ছাত্রছাত্রী ও সমাজচিন্তকরা এই নথিতে সহজেই প্রবেশ করতে পারবেন। এ এক ঐতিহাসিক জবাবদিহির সূচনা, যেখানে রাষ্ট্র তার অতীতের সিদ্ধান্তের মুখোমুখি হতে চলেছে—প্রকৃত গণতন্ত্রের এ এক অনন্য দৃষ্টান্ত।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন