নিজস্ব সংবাদদাতা- জমির বুকে ছড়িয়ে পড়েছে বিষ। প্রতিদিন ছাই মিশ্রিত কালচে জল ঢুকে পড়ছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের শত শত বিঘা চাষের জমিতে। ফলনে ভরপুর মাঠগুলো এখন পরিণত হয়েছে বিষাক্ত জলাধারে। পাট গাছ শুকিয়ে যাচ্ছে, ধানের চারা পচে যাচ্ছে, আর কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে।
এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন যে ছাই নির্গত হচ্ছে, তা ঠিকঠাকভাবে অ্যাশ পণ্ডে পাঠানো হচ্ছে না। পাইপ ফেটে ছাই মিশ্রিত জল ছড়িয়ে পড়ছে আমতলা, খোশালপাড়া, গোহেলবাড়ি-সহ একাধিক গ্রামে।
আনিকুল শেখ ইসলাম, আমতলার এক কৃষক বলেন, “প্রতিদিন বিষ জল ঢুকছে আমাদের জমিতে। পোকামাকড়ে ভরে যাচ্ছে জমি। চাষ করতে পারছি না।” এই অবস্থায় ফসল উৎপাদন না হলে পরিবার চালাবেন কীভাবে, জানেন না বহু কৃষক।
চাষের ক্ষতি ঠেকাতে না পেরে ফরাক্কার বিধায়ক এনটিপিসির সঙ্গে বৈঠক করে বলেছেন, “অবিলম্বে রক্ষণাবেক্ষণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।” তবু এনটিপিসির দাবি, কৃষকরাই নাকি অবৈধভাবে ড্রেনের জল ব্যবহার করছেন।
অথচ কৃষকদের অভিমত স্পষ্ট— এই দুর্দশার পেছনে একমাত্র দায়ী এনটিপিসির উদাসীনতা। প্রতিবছর ক্ষতি হলেও এবার ক্ষতির মাত্রা ভয়াবহ। বীজ নষ্ট, জমি অকেজো, ফসলহীন মাঠ— সব মিলিয়ে ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে হাজারো কৃষক পরিবারের জন্য।
স্থানীয় নেতৃত্বও বলছে, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে এই সমস্যার সমাধান করছে না, এবং রাজনৈতিক ষড়যন্ত্রের সুযোগ দিচ্ছে। কৃষকরা ইতিমধ্যে প্রশাসনের কাছে ‘মাস পিটিশন’ জমা দিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে তাঁরা বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন