নিজস্ব সংবাদদাতা – এক সময় বাংলার গ্রামীণ জনজীবনে সার্কাস ছিল এক আকর্ষণীয় বিনোদনের উৎস। প্রযুক্তির অগ্রগতি ও নতুন ধাঁচের বিনোদন মাধ্যমের দৌলতে সেই সার্কাস আজ প্রায় বিলুপ্তির পথে। ঠিক এই সময়েই মালদার গাজোলের তারাতলা অঞ্চলে সার্কাসকে কেন্দ্র করে শুরু হয়েছে এক নবজাগরণ।
সোমবার বিকেলে তারা কালী মন্দির সংলগ্ন ময়দানে সার্কাসের শুভ সূচনা করেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান। তাঁদের উপস্থিতিতে রঙিন কাগজের ফিতা কেটে সূচনা হয় এক নতুন অধ্যায়ের।
উদ্বোধনের পরই মঞ্চে দেখা যায় বিপজ্জনক খেলা, প্রাণবন্ত কসরত ও ঐতিহ্যবাহী বিনোদনের নানা রূপ। এইসব দেখতে ময়দানে উপচে পড়ে জনতার ঢল। আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়েও এমন আগ্রহ প্রমাণ করে—মানুষ এখনও শিকড়ের সঙ্গে যুক্ত বিনোদনের প্রতি আকৃষ্ট।
এই উদ্যোগ শুধু একটি সাংস্কৃতিক চর্চার বহিঃপ্রকাশ নয়, বরং এক ধরনের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। সার্কাসকে আবার মানুষের মননে ফিরিয়ে আনতে গাজোলের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন