নিজস্ব সংবাদদাতা – ঘাটাল ডোবে প্রতি বছর। হাঁটু থেকে কোমর জল—এটাই বর্ষায় ঘাটালের চেনা ছবি। এই পরিস্থিতি বদলাতে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে। কিন্তু বছরের পর বছর কেবল ঘোষণাই হয়েছে, বাস্তবায়ন হয়নি। এই ইস্যুকে কেন্দ্র করেই ফের উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে—একদিকে ঘাটালের তৃণমূল সাংসদ দেব, অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের সরাসরি অভিযোগ, দেব ঘাটালের মানুষকে বারবার “মিথ্যা প্রতিশ্রুতি” দিয়ে প্রতারিত করেছেন। এমনকি রাজনীতিতে তাঁর থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপবাবু। তাঁর দাবি, দেবকে ব্ল্যাকমেল করে ভোটে দাঁড় করানো হয়েছে এবং পাচার মামলার ভয় দেখিয়ে চাপে রাখা হয়েছে।
তবে দেব এর জবাবে দ্য ওয়াল-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনিই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় অনুমোদন করিয়েছেন। ২০০০ কোটির প্রকল্পের মধ্যে ৭০০ কোটির ছাড়পত্র এসেছে। নিজেই স্বীকার করেন, “রাজনীতি করতে চাইনি, তবু ফিরিয়ে আনা হয়েছে শর্ত দিয়ে।” তিনি আরও বলেন, “যতদিন না কাজ শেষ হচ্ছে, ততদিন ট্রোল, গালি সহ্য করতেই হবে।”
দেবের এই স্বীকারোক্তি যেমন মানবিক, তেমনই রাজনৈতিক চাপের দিকটিও স্পষ্ট করে দেয়। তাঁর দাবি অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে ঘাটালবাসীই শেষ পর্যন্ত উপকৃত হবেন।
এই মুহূর্তে প্রকল্পের বাস্তব অগ্রগতি কতদূর, তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে স্পষ্ট যে ঘাটাল মাস্টার প্ল্যান শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, তা এখন রাজনীতির এক স্পর্শকাতর ইস্যু।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন