নিজস্ব সংবাদদাতা- গাজিয়াবাদ রেলস্টেশনের প্ল্যাটফর্মে তখন স্বাভাবিক ব্যস্ততা। কেউ চা খাচ্ছেন, কেউ ট্রেনের অপেক্ষায়। এর মধ্যেই এক যুবক দাঁড়িয়ে—চোখ ঘুরছে চারপাশে, নজর মহিলাদের ব্যাগের দিকে। কিন্তু তার অস্বাভাবিক আচরণ চোখে পড়ে যায় জিআরপি-র এক কনস্টেবলের।
ধরা পড়তেই বেরিয়ে আসে এক অবিশ্বাস্য গল্প। হামিদ নামের ৩৮ বছরের সেই যুবক শুধু একজন যাত্রী নয়, বরং গাজিয়াবাদের এক কুখ্যাত চোর, যার রেলস্টেশন চত্বরে দীর্ঘদিন ধরেই ছিল অবাধ চলাফেরা। তার ব্যাগ থেকে উদ্ধার হয় মোবাইল, সোনার গয়না, এবং নগদ মিলিয়ে ২.৫৩ লক্ষ টাকার সম্পদ—সবই বিভিন্ন ট্রেনযাত্রী, বিশেষ করে নারীদের ব্যাগ থেকে চুরি করা।
জানা যায়, হামিদ একজন জুয়াড়ি। টাকা জোগাড় করতে গিয়ে সে বেছে নিয়েছিল রেলের মতো ব্যস্ত জায়গাগুলিকে, যেখানে অপরিচিত ভিড়ের মধ্যে মিশে গিয়ে চুরি করাও সহজ।
এই ঘটনার পর জিআরপি আরও কড়া নজরদারির আশ্বাস দিয়েছে। অনেকেই বলছেন, “ধরা তো পড়ল, কিন্তু এতদিন কীভাবে পার পেয়ে গেল?”—এই প্রশ্নই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন