নিজস্ব সংবাদদাতা – পরিবারের সঙ্গে বেড়াতে এসে জীবনের শেষ অধ্যায়টা লিখলেন উত্তর ভারতের এক বৃদ্ধ। ৬২ বছরের কমল কিশোর টন্ডন দিল্লি থেকে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন মুসৌরিতে। কিন্তু পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার আগেই ঘটে গেল মর্মান্তিক এক পরিণতি। শারীরিক অবস্থার অবনতি, তারপর অ্যাম্বুল্যান্স না পাওয়া, এবং শেষ পর্যন্ত যানজটে আটকে মৃত্যু — যেন এক দুঃস্বপ্নের চিত্রনাট্য।
৫ জুন মোতিলাল নেহরু রোডের অ্যাপার্টমেন্টে ছিলেন তাঁরা। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন টন্ডন। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ১০৮ নম্বরে ফোন করলেও, ভারী বৃষ্টির কারণে দেরাদুন থেকে অ্যাম্বুল্যান্স আসতে দেরি হবে জানানো হয়। বাধ্য হয়ে তাঁরা নিজস্ব গাড়িতে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মুসৌরির রাস্তা তখন প্রায় অচল। ৪৫ মিনিট যানজটে আটকে থাকতে হয়। মাঝপথেই থেমে যায় কমল কিশোরের প্রাণ। হাসপাতালে পৌঁছেও আর কিছু করার ছিল না।
এই করুণ মৃত্যুর জন্য প্রশাসনিক অব্যবস্থা এবং পর্যটনকেন্দ্রের অপরিকল্পিত রোড ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলেছে পরিবার। পাহাড়ি শহরে এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন