নিজস্ব প্রতিবেদন— আর এখন থেকে ডিজিটাল পেমেন্টের জন্য হাতে নিয়ে মোবাইল খুলে টাইপ করার প্রয়োজন নেই! Google Pay বা GPay নিয়ে আসছে এক নতুন যুগের সূচনা, যেখানে কেবল কথা বললেই সম্পন্ন হবে আর্থিক লেনদেন। টেক জায়ান্ট Google এবার তাদের পেমেন্ট অ্যাপে যুক্ত করছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ভয়েস পেমেন্ট ফিচার। এই ফিচারের মাধ্যমে আরও দ্রুত, সহজ ও সর্বজনগ্রাহ্য হবে ডিজিটাল লেনদেন প্রক্রিয়া।
Google-এর নতুন এই AI প্রযুক্তি ব্যবহারকারীদের ভয়েস কমান্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে সক্ষম করবে। এর ফলে নাম, অ্যামাউন্ট, ব্যাঙ্কের বিবরণ, ইত্যাদি টাইপ করার ঝামেলা থাকবে না। শুধু বললেই কাজ করবে Google Pay— যেমন ধরুন, “রাহুলকে ৫০০ টাকা পাঠাও” বললেই সেই অনুযায়ী লেনদেন হয়ে যাবে। ব্যবহারকারীদের সময় বাঁচবে, টাইপ করার অসুবিধাও দূর হবে।
এই পদক্ষেপ Google-এর একটি বিশেষ উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে সাহায্য করবে— প্রযুক্তি যেন অক্ষরজ্ঞানহীন, প্রবীণ বা শারীরিকভাবে অক্ষম মানুষজনের কাছেও ব্যবহারযোগ্য হয়। GPay-তে এই ফিচার চালু হলে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষও সহজেই ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে উঠতে পারবেন। সবচেয়ে চমকপ্রদ দিক হলো— বিভিন্ন স্থানীয় ভাষায় ভয়েস কমান্ড দিলেও কাজ করবে এই ফিচার, যার অর্থ কলকাতা হোক বা কোয়েম্বাটুর, মানুষ নিজের মাতৃভাষায় Google Pay ব্যবহার করতে পারবেন।
এই প্রকল্প Google ভারতের ‘ভাষিনী’ (Bhashini) উদ্যোগের সঙ্গে মিলিতভাবে বাস্তবায়িত করতে চাইছে। ভারত সরকারের এই AI-চালিত প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো প্রযুক্তির ভাষাগত বাধা দূর করা। ভারতের প্রত্যন্ত গ্রামে বা স্বল্প শিক্ষিত জনসংখ্যার কাছেও সহজে পৌঁছে যাবে ডিজিটাল পরিষেবা। যদিও এখনও পর্যন্ত Google-এর তরফে নির্দিষ্টভাবে জানানো হয়নি কবে এই ফিচারটি রোল আউট হবে, তবে আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এটি ভারতের বাজারে চালু হবে।
এখন, ডিজিটাল ইন্ডিয়ার পরবর্তী ধাপে পা রাখতে প্রস্তুত Google Pay। প্রযুক্তির পরবর্তী স্তরে গিয়ে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজতর করে তোলাই তাদের মূল লক্ষ্য। নতুন এই ভয়েস কমান্ড পেমেন্ট সিস্টেম নিঃসন্দেহে ভারতের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি ব্যবহারের মানচিত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন