নিজস্ব সংবাদদাতা – বর্ষার মাঝেই গুজরাটের ভদোদরায় গম্ভীরা-মুজপুর সেতুর একাংশ ধসে পড়ায় ঘটে গেল চরম বিপর্যয়। বুধবার সকালে কর্মব্যস্ত সময়ে সেতুর উপর দিয়ে যাতায়াত করছিল একাধিক যানবাহন। হঠাৎ বিকট আওয়াজে থমকে যান সকলে—মুহূর্তে মাঝ বরাবর ধসে পড়ে সেতুটি। মাহিসাগর নদীতে পড়ে যায় একে একে চারটি গাড়ি। প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন, আহত আরও ৬। উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই দুর্ঘটনা নতুন করে বড় প্রশ্ন তুলে দিল পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক নজরদারি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে সেতুটির রক্ষণাবেক্ষণ অবহেলিত ছিল। যানজটে জর্জরিত এই পথ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে এখান থেকে। এ ধরনের দুর্ঘটনা প্রশাসনিক গাফিলতির প্রতিচ্ছবি বলেই মনে করছেন অনেকে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন