নিজস্ব সংবাদদাতা – আপনার চারপাশে নিষিদ্ধ শব্দবাজি পাওয়া যাচ্ছে? এখনই সতর্ক হোন! কারণ এসব মজুত করা মানে শুধু আইন ভঙ্গ করা নয়, নিজের ও অন্যের জীবনের ঝুঁকি নেওয়া।
বুধবার, হলদিবাড়ি থানার উদ্যোগে বেলতলী তিস্তা নদীর চরে প্রায় ৪০ কেজি বাজেয়াপ্ত শব্দবাজি ধ্বংস করা হয়েছে। কোচবিহার থেকে আগত বোম স্কোয়াডের সদস্যরা বিশেষ পদ্ধতিতে এগুলি নিষ্ক্রিয় করেন। সঙ্গে ছিলেন পুলিশ, দমকল ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও।
প্রশাসনের বার্তা:
নিষিদ্ধ বাজি বিক্রি বা মজুত করলে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেউ যদি সন্দেহভাজনভাবে বাজি মজুত করে, থানায় খবর দিন।
শব্দবাজি কানে, হৃদযন্ত্রে, ও বয়স্কদের স্বাস্থ্যে মারাত্মক ক্ষতি করে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন