কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে হাওড়ার গ্রামীণ তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা। জেলা কমিটি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন উদয়ননারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। হঠাৎ এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
ইস্তফার কারণ
সূত্রের খবর, ইতিমধ্যেই তিনি নিজের পদত্যাগপত্র দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দিয়েছেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সংগঠনে নেতৃত্ব পরিবর্তনের দাবি তুলেছিলেন সমীরবাবু। বিশেষ করে আমতা, উলুবেড়িয়া উত্তর ও সাঁকরাইল কেন্দ্রের সভাপতির পরিবর্তন চেয়েছিলেন তিনি। তবে দলীয় নেতৃত্ব সেই দাবি মানেনি।
সমীর পাঁজার বক্তব্য
ইস্তফাপত্রে তিনি লিখেছেন, “তিনটি কেন্দ্রের সভাপতির পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলাম। প্রথমে আলোচনার আশ্বাস দেওয়া হলেও পরে আর কোনও বৈঠক হয়নি। একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হইনি। হঠাৎ করেই জেলা কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে আমার প্রস্তাব অগ্রাহ্য করা হয়েছে। এর প্রতিবাদেই আমি চেয়ারম্যানের পদ ছাড়ছি।”
ভোটের আগে চাপে তৃণমূল
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে এই পদত্যাগ হাওড়ার তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়াবে। বহু বছর ধরে জেলা সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন সমীর পাঁজা। যদিও তাঁর পদত্যাগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি জেলা তৃণমূল নেতৃত্ব।