নিজস্ব সংবাদদাতা- কেরালায় বর্ষা পৌঁছতেই যেন সমগ্র দেশ বৃষ্টির চাপে নুয়ে পড়ল। প্রাক-বর্ষার অকাল বৃষ্টিতে দেশের একাধিক রাজ্যে বইছে বিপদের হাওয়া। আজ IMD যে সতর্কতা জারি করেছে, তাতে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর। বাংলা, কেরালা এবং কর্ণাটকে জারি হয়েছে রেড অ্যালার্ট। এর ফলে অনেক জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সিকিম, আসাম, মণিপুর, কোঙ্কন, গোয়া সহ বিস্তীর্ণ অংশে আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির সঙ্গে বাড়ছে জলমগ্নতা ও ভূমিধসের আশঙ্কা। বিশেষত পাহাড়ি ও উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকারী দল তৈরি রেখেছে এবং নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
বর্ষার স্বস্তি নিয়ে এলেও, সেই স্বস্তি যেন এখন কিছুটা আতঙ্কে রূপ নিয়েছে। অনেক জায়গায় স্বাভাবিক জনজীবন ছন্দপতনের মুখে। কৃষিক্ষেত্রে যদিও এই বৃষ্টি আশার আলো জাগাচ্ছে, তবে সঙ্গে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগেরও ভয়।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন