নিজস্ব সংবাদদাতা:ভারতীয় রেলওয়ে যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। দেশজুড়ে লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলির প্রতিটি কোচে বসানো হবে উন্নত প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা।
রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এই উদ্ভাবনী প্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছেন। প্রথম পর্যায়ে প্রায় ৭৪,০০০ কোচে আধুনিক STQC সার্টিফায়েড ক্যামেরা স্থাপন করা হবে, প্রতিটি কোচে থাকবে চারটি করে ক্যামেরা, যা মূলত দরজার আশেপাশে বসানো হবে।
এই ক্যামেরাগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দ্রুতগামী ট্রেন চলার সময়েও ভিডিওর গুণমান বজায় থাকে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এই ক্যামেরাগুলি কিছু ট্রেনে বসিয়ে সুফল মিলেছে।
রেল কর্তৃপক্ষ আশাবাদী, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হবে। ভারতীয় রেলওয়ের এই পদক্ষেপ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সুরক্ষিত ও নির্ভরযোগ্য করে তুলবে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন