নিজস্ব সংবাদদাতা – পরপর দু’দিন পাখির ধাক্কায় বিপত্তিতে পড়ল ইন্ডিগো বিমান। প্রথম ঘটনায়, পাটনা থেকে দিল্লিগামী একটি ফ্লাইট পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়ে পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানে থাকা ১৭৫ জন যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে অবতরণ করেন। পরিদর্শনে রানওয়েতে একটি মৃত পাখি পাওয়া যায়। একই ধরনের আরেকটি ঘটনা ঘটে রাঁচি বিমানবন্দরে। পাটনা থেকে রাঁচিগামী ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান ৪০০০ ফুট উচ্চতায় শকুনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় এবং পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে। দুটি ঘটনাতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে পাইলটদের সতর্কতায় ও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন