নিজস্ব সংবাদদাতা – পাঞ্জাবের ভাতিন্ডায় এক শোকাবহ ও রহস্যঘেরা ঘটনার সাক্ষী থাকল আদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাঞ্চনের (পরিচিত নাম কোমল) মৃতদেহ। এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, ভক্ত ও অনুসারীদের মধ্যে।
লুধিয়ানার লক্ষ্মণ নগরের বাসিন্দা কাঞ্চনের নিজের গাড়িতেই তাঁর নিথর দেহ পাওয়া যায়। জানা গিয়েছে, তিনি সম্প্রতি কিছু বিতর্কের মুখে পড়েছিলেন, যা নিয়ে নেটমাধ্যমে কম চর্চা হয়নি।
গাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করায় এলাকাবাসীর সন্দেহ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং ফরেনসিক টিম। চলছে বিশদ তদন্ত। কাঞ্চনের মৃত্যুর আসল কারণ জানার জন্য আজ ময়নাতদন্ত করা হবে।
এক্স-এ ভাতিন্ডা পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, “গাড়ি পরীক্ষা করে দেখা হচ্ছে। তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন