নয়াদিল্লি, ২২ মে: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI— এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে দিল্লি পুলিশের হেফাজতে থাকা এক ধৃতের জিজ্ঞাসাবাদে। ওই এজেন্টের নাম আনসারুল মিঁয়া আনসারি, যিনি নেপালি বংশোদ্ভূত বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে তাঁকে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
বড় নাশকতার ছক ছিল পেছনে
গোয়েন্দাদের মতে, আনসারির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পহেলগাঁওয়ের হামলার আগেই দেশের ভিতরে একটি বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল ISI। সেই পরিকল্পনার অন্যতম দায়িত্ব ছিল আনসারুলের কাঁধে। তিনি বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাঠানোর কাজ করতেন। এমনকি, দেশে ISI-এর পাতা স্লিপার সেলগুলির অবস্থান সম্পর্কেও বেশ কিছু তথ্য দিয়েছেন আনসারি।
নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ
তদন্তে জানা গেছে, আনসারুল প্রথমে কাতারে ট্যাক্সি চালকের কাজ করতেন। সেই সময়েই তাঁর যোগাযোগ হয় পাক হ্যান্ডলারদের সঙ্গে। এরপর তাঁকে পাকিস্তানে পাঠানো হয়, যেখানে চরবৃত্তির প্রশিক্ষণ নিয়ে তিনি নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন। পুলিশের দাবি, তিনি পাকিস্তানে ফেরত যাওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু তার আগেই তাঁকে গ্রেফতার করা হয়।

গুরুত্বপূর্ণ নথি ও ডিভাইস উদ্ধার
আনসারির কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস। ইতিমধ্যেই সেগুলির ফরেন্সিক পরীক্ষা চলছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ওইসব ডিভাইস থেকে ভারতের সশস্ত্র বাহিনী সংক্রান্ত বহু গোপন নথি উদ্ধার হয়েছে, যা পাকিস্তানে পাচার করার পরিকল্পনা ছিল।
সহযোগী গ্রেফতার, স্লিপার সেলের খোঁজে তদন্ত
আনসারিকে জেরা করে পুলিশ আরও এক সন্দেহভাজন, আখলাক আজ়ম নামে এক ব্যক্তিকে রাঁচি থেকে গ্রেফতার করেছে। আজ়ম ছিলেন আনসারির স্থানীয় ‘সহযোগী’ যিনি নিরাপত্তা সংক্রান্ত তথ্য জোগাড়ে মদত করতেন। এই দু’জনকে জেরা করে তদন্তকারীরা জানতে চাইছেন, দেশে আর কারা ISI-এর হয়ে স্লিপার সেল হিসেবে কাজ করছে।
পুলিশ এবং গোয়েন্দাদের দাবি, ধৃতদের থেকে পাওয়া তথ্য ভারতীয় নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পহেলগাঁও হামলার আগেই যে বড় ষড়যন্ত্র রচনা করেছিল ISI, তা ভেস্তে গেল এই গ্রেফতারির জেরে। তদন্ত চলছে এবং আরও গ্রেফতারির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।
নতুন তথ্যের জন্য নজর রাখুন আমাদের প্ল্যাটফর্মে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন