নিজস্ব সংবাদদাতা – ইরান-ইসরায়েল উত্তপ্ত, সেই আগুনে আমেরিকা ঢেলে দিল এক বিশাল সামরিক হামলা। হাইপারসোনিক মিসাইল, B-2 বোমারু বিমান থেকে বাঙ্কার বাস্টার বোমা—সবই ব্যবহার হলো ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ধ্বংসে। কিন্তু হামলার পরই দেখা দিল সবচেয়ে বড় ধাঁধা—৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নেই!
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স নিজেই জানিয়েছেন, ওই ইউরেনিয়ামের কোনো হদিস নেই। অথচ, এই ইউরেনিয়াম ৬০% পর্যন্ত সমৃদ্ধ—আর একটু পরিশোধন হলেই বোমা বানানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এতে কম করে ৯টি পারমাণবিক বোমা তৈরি করা যায়।
ইসরায়েলি সূত্র বলছে, ইরান আগেভাগেই সব বুঝে গিয়েছিল। তারা হামলার আগেই ইউরেনিয়াম ও যন্ত্রপাতি সরিয়ে ফেলেছে গোপন ঘাঁটিতে। প্রমাণ? স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ফোর্দো প্ল্যান্টে হামলার আগেই চলেছে ভারী ট্রাকের আনাগোনা।
ফোর্দো এমন একটা জায়গা, যা পাহাড় কেটে তৈরি—অভেদ্য বলেই পরিচিত। তাই সেখানেই GBU-37 বাঙ্কার বাস্টার ব্যবহার করেছে আমেরিকা।
তবে এখন বড় প্রশ্ন—ইউরেনিয়াম কোথায় গেল? ইরান কি গোপনে পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপে পৌঁছে গেছে? বিশ্ব এখন শঙ্কায়।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন