নিজস্ব সংবাদদাতা – টানা বৃষ্টির জেরে পাহাড়ি ধস নামল আবারও! কালিম্পং-এর লিখুভিরে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক কার্যত বিপর্যস্ত। কোথাও কাদা, কোথাও বড় বড় পাথর পড়ে রয়েছে রাস্তার ওপর। এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে যান চলাচল খুবই কঠিন হয়ে পড়েছে।
তবে চিন্তার কিছু নেই – যন্ত্রপাতি এনে ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। পুলিশও মোতায়েন রয়েছে, যাতে যান চলাচল পুরোপুরি বন্ধ না হয়ে যায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির ধারা এখনই থামার নয়। ফলে লিখুভির ছাড়াও আরও কিছু ধসপ্রবণ এলাকায় বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। যারা ওই পথে যাওয়ার কথা ভাবছেন, একবার পরিস্থিতি জেনে নেওয়াই ভালো।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন