নিজস্ব সংবাদদাতা – যেখানে রাজ্যে একদিকে উপনির্বাচনের ভোট গণনা ঘিরে উত্তেজনা চরমে, ঠিক তখনই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সোমবার দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আচমকা আগুন লাগে। স্থান— কলকাতার বামা-লরি ভবন। ঘটনাটি এমন সময় ঘটে যখন কালিগঞ্জ উপনির্বাচনের ফল গণনা চলছে। ফলে পরিস্থিতির গুরুত্ব আরও বেড়ে যায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দোতলায় অবস্থিত ডাটা সেন্টারে প্রথম আগুনের ধোঁয়া লক্ষ্য করা যায়। দ্রুত ছড়িয়ে পড়ে সেই ধোঁয়া উপরের তলাতেও। ভয়ের পরিবেশ তৈরি হয়, আর অবিলম্বে ভবন খালি করে দেওয়া হয়। মুখে কাপড় বেঁধে বাইরে বেরিয়ে আসেন কমিশনের অফিসার ও কর্মীরা।
নির্বাচন কমিশনের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে যে, এই অগ্নিকাণ্ডের ফলে ভোট গণনার কাজে কোনও প্রভাব পড়েনি। গণনা স্থলে সম্পূর্ণ সুরক্ষা বজায় ছিল এবং ফলপ্রকাশ প্রক্রিয়াও ঠিকভাবে এগিয়েছে।
ঘটনাটি আবারও একবার প্রশ্ন তোলে— নির্বাচনী দপ্তরের মতো স্পর্শকাতর ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর? যদিও প্রথমিক অনুমান শর্ট সার্কিট, তবুও নির্বাচনী পর্ব চলাকালীন এমন ঘটনা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে, বড় দুর্ঘটনা এড়ানো গেলেও এই ঘটনার প্রভাব মানসিক দিক থেকে তাৎক্ষণিকভাবেই পড়েছে নির্বাচনী ব্যবস্থার উপর। পরবর্তী সময় এই ঘটনার তদন্ত এবং ভবিষ্যৎ নিরাপত্তার দিকেও প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরি।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন