নিজস্ব সংবাদদাতা – লন্ডনে ভারতীয় ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের কাছ থেকে ১০ লক্ষ পাউন্ডের বেশি মূল্যের গয়না চুরির অভিযোগে চারজনকে মোট ১৭ বছর ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলেন—জেরি ও’ডোনেল (৩৩), বার্নি মালোনি, কুই অ্যাডগার (২৩) এবং প্যাট্রিক ওয়ার্ড (৪৩)। তাদের স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে এই সাজা ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি পরিকল্পিতভাবে দক্ষিণ এশীয় সম্প্রদায়কে লক্ষ্য করত। পুলিশের অভিযানে অপরাধচক্রটির মূল অংশ ধ্বংস করা সম্ভব হয়েছে এবং বহু মূল্যবান গয়না উদ্ধার করা হয়েছে।
চুরি হওয়া কিছু গয়না এরই মধ্যে তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও কিছু গয়নার মালিককে খুঁজে বের করার কাজ চলছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন