মালদায় গুলি করে খুন তৃণমূল কর্মী সাদ্দাম হুসেন, প্রেমঘটিত সম্পর্ক কি কারণ?

Spread the love

নিজস্ব সংবাদদাতা – মালদার ইসলামপুরে মাথায় গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। মৃতের নাম সাদ্দাম হুসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। সেই সময়েই খুব কাছ থেকে মাথায় গুলি করে তাকে খুন করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাদ্দামের বাড়ি হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুর এলাকায়। তিনি মাঝেমধ্যেই তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে ইসলামপুরে আসতেন বলে স্থানীয়দের দাবি। মৃত এবং তার প্রেমিকা— দুজনেই বিবাহিত। স্থানীয়দের অনুমান, সম্পর্ক ঘিরে টানাপোড়েনের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। যদিও রাজনৈতিক প্রতিপক্ষ এই খুনের পেছনে রাজনীতির গন্ধ পাচ্ছে।

ঘটনার পর বিজেপি নেতৃত্ব দাবি করেছে, মালদায় যেভাবে অবাধে আগ্নেয়াস্ত্র প্রবেশ করছে, তা এখনই বন্ধ না করা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। স্থানীয়দের বক্তব্য, এমন ভয়ানক ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার পেছনে রয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিচিত কেউই এই হামলা চালিয়ে থাকতে পারে।

প্রসঙ্গত, এ ঘটনা নতুন কিছু নয়। এর আগেও মালদায় একইভাবে গুলি করে খুন করা হয়েছিল তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকারকে। সেবারও খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। এবার সাদ্দাম হুসেনের ক্ষেত্রেও একই কৌশল অনুসরণ করা হয়েছে। দু’টি ঘটনাই স্থানীয় প্রশাসনের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে খুনের প্রকৃত কারণ প্রেমঘটিত, না কি এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ষড়যন্ত্র— তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds