বীরভূম সফরে মমতা, রাজনৈতিক বার্তা না শুধুই উন্নয়নমূলক কর্মসূচি?

Spread the love

নিজস্ব সংবাদদাতা – ২৮ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর ঘিরে তৈরি হয়েছে বহুমাত্রিক রাজনৈতিক জল্পনা। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ইলামবাজারে একটি ব্রিজ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন এবং বাংলার বিরুদ্ধে কেন্দ্রের ‘অপমানজনক আচরণ’-এর প্রতিবাদে এক পদযাত্রাও করবেন। এই মিছিলের মূল বার্তা হতে চলেছে বাংলা ভাষা ও সংস্কৃতির উপর ‘আক্রমণের’ বিরুদ্ধে প্রতিবাদ।

কিন্তু এর বাইরেও রয়েছে এক প্রকার ‘নীরব রাজনৈতিক বার্তা’। একুশে জুলাইয়ের ঠিক আগে অনুব্রত মণ্ডলকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছিল। এবার তাঁর নিজ জেলা বীরভূমেই মুখ্যমন্ত্রী আসছেন, কিন্তু কোর কমিটি বা অনুব্রতের সঙ্গে কোনও পৃথক বৈঠকের সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর। অনুব্রত বর্তমানে জেলা সভাপতির পদ হারিয়ে কেবলমাত্র কোর কমিটির সদস্য। ফলে এই সফরে মমতা কি রাজনৈতিক দূরত্ব বজায় রাখবেন, নাকি নতুন বার্তা দেবেন—সেটিই দেখার বিষয়।

অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব চাইছে এই সফরকে ‘জনসংযোগ ও উন্নয়ন’-এর সফর বলেই তুলে ধরতে। পদযাত্রা এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে আবারও জনমনে বাঙালি পরিচয়ের প্রশ্নকে সামনে আনছেন মমতা, যা ভোটের আগেই এক গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds