নিজস্ব সংবাদদাতা – দিল্লির বুকে আবারও ঘটে গেল এক নারকীয় ঘটনা। মাত্র কয়েক ঘণ্টার জন্য আত্মীয়ের বাড়ি যাওয়া নাবালিকা আর ঘরে ফিরল না—ফিরল এক সুটকেসে, অচেতন ও বিবস্ত্র অবস্থায়। তাকে বাঁচানো গেল না। এই ঘটনায় প্রশ্ন উঠেছে দিল্লির আইন-শৃঙ্খলা, পুলিসি সক্রিয়তা এবং রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে।
নেহরু বিহারের ওই বহুতলে কীভাবে একটি নাবালিকা এমন ভয়াবহতার শিকার হলো, তা নিয়ে তদন্ত শুরু হলেও স্থানীয় বাসিন্দারা স্পষ্টভাবেই পুলিসের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। ফ্ল্যাট মালিকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে—যিনি প্রথমে বাধা দেন এবং পরে চাপে পালিয়ে যান।
শুধু ব্যক্তিগত বা পারিবারিক শোক নয়, এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোটা অঞ্চল। বিক্ষোভে মুখর সাধারণ মানুষ, দোকানপাট বন্ধ, রাস্তা অবরোধ—সবই যেন একটি বড় অভিমানের বহিঃপ্রকাশ। তাদের প্রশ্ন—এই শহরে কি সত্যিই মেয়েরা নিরাপদ?
রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া প্রবল। আম আদমি পার্টি সরাসরি বিজেপিকে আক্রমণ করে জানায়, দিল্লিতে বিজেপি শাসনে মেয়েরা সুরক্ষিত নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কেন্দ্রীয় নেতৃত্বের জবাবদিহি দাবি করেছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নীরবতা নিয়েও উঠেছে প্রশ্ন।
এই ঘটনা শুধুই একটি অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যর্থতার প্রতিচ্ছবি—যেখানে একজন শিশুকেও নিরাপদে রাখার নিশ্চয়তা নেই।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন