বিশ্বমঞ্চে ভারতের মুখ—২৭টি আন্তর্জাতিক সম্মানে মোদীর অনন্য সাফল্য

Spread the love

নিজস্ব সংবাদদাতা – ভারতীয় রাজনীতির ইতিহাসে এক নতুন মাইলফলক ছুঁলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি নামিবিয়া সফরের সময় তিনি সে দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান ‘অর্ডার অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট ওয়েলউইটসচিয়া মিরাবিলিস’ অর্জন করেন। এই সম্মান শুধুমাত্র ব্যক্তি মোদীর নয়, এটি ভারতীয় কূটনৈতিক পরিসরেরও এক গর্বের মুহূর্ত।

এটি তাঁর ২৭তম আন্তর্জাতিক স্বীকৃতি—যা তাঁকে ইতিহাসের সর্বাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ভারতীয় প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করেছে। গত ৯ বছরে মোদী যে সব সম্মান পেয়েছেন, তার মধ্যে রয়েছে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স এবং ৮টি মুসলিম দেশের সম্মাননাও।

চলতি বছরে জুলাই পর্যন্ত তিনি ইতিমধ্যেই ৭টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ২০২৩ ও ২০২৪ সালেও এই সংখ্যাটি ছিল ৬।

বিশ্বের নানা প্রান্তে মিলেছে মোদীর নেতৃত্বের স্বীকৃতি। প্রতিটি সম্মান যেন ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক গুরুত্ব এবং তার নেতৃত্বের দূরদর্শিতার পরিচয় বহন করে। তাঁর সাফল্য এখন কেবল একজন রাষ্ট্রনেতার নয়, বরং ভারতের soft-power কূটনীতিরও প্রতীক।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds