কলকাতা: 2024 সালের 10 আগস্ট আনোয়ার আলির ট্রান্সফার সংক্রান্ত বিতর্ক দ্রুত সমাধান করার জন্য মোহনবাগান বারবার ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-কে চিঠি পাঠিয়েছে। তাতেও কোনো ফল না আসায় আবারও ফেডারেশনকে স্মরণ করিয়েছে গঙ্গা পাড়ের ক্লাব।
মোহনবাগান চিঠিতে উল্লেখ করেছে, একাধিক শুনানির তারিখ ঠিক হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি। এ পরিস্থিতিতে ক্লাবের পরিকল্পনা এবং ফুটবলারদের ভবিষ্যৎ দুটোই অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আনোয়ার বিতর্কে দেরি হওয়ার কারণে দলের খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। মূলত AIFF সভাপতি কল্যাণ চৌবের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে সুপ্রিম কোর্টে গৃহীত খসড়া সংবিধান সংক্রান্ত অগ্রগতির জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে, ট্রান্সফার বিতর্ক দ্রুত সমাধান করার জন্য লিখিত নির্দেশ জারি করার আবেদন জানানো হয়েছে। মোহনবাগান চায়, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে আদেশ প্রকাশ করলে সব পক্ষই সমস্যামুক্ত হবে।
উল্লেখ্য, 2024 সালের আগস্টে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে আনোয়ার আলি পাঁচ বছরের জন্য ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি AIFF-এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) তুলেছিলেন। তবে NOC-এর প্রক্রিয়া এবং স্বচ্ছতা নিয়ে মোহনবাগান প্রশ্ন তুলেছে। ক্লাবের দাবি, নিয়ম-কানুন স্পষ্ট না থাকায় সমস্যা বাড়ছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।