প্যালেস্টাইনের রাষ্ট্র স্বীকৃতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ইজরায়েল প্রধানমন্ত্রীর

Spread the love

প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া। একই পথে হেঁটেছে পর্তুগালও। শান্তি প্রতিষ্ঠা ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে একের পর এক দেশ যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে। তবে এই আবহেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট বক্তব্য, “প্যালেস্টাইন কখনও স্বাধীন রাষ্ট্র হবে না। যারা এ দেশটিকে সমর্থন করছেন, তাঁরা আসলে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছেন” (Israel PM Warning)।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, “সন্ত্রাসকে আমরা নিশ্চিহ্ন করব। প্যালেস্টাইনকে যারা স্বীকৃতি দিচ্ছেন, তাঁদের কাছে আমার বার্তা একটাই—এভাবে আপনারা সন্ত্রাসবাদকে পুরস্কার দিচ্ছেন।”

তিনি আরও যোগ করেন, “যা করার চেষ্টা চলছে, তা কোনোদিন সফল হবে না। জর্ডান নদীর পশ্চিমে প্যালেস্টাইনের কোনও রাষ্ট্র গড়ে উঠতে দেবে না ইজরায়েল। বহু বছর ধরে দেশি-বিদেশি চাপ সত্ত্বেও আমরা কখনও সন্ত্রাসী রাষ্ট্রকে মাথা তুলতে দিইনি।” নেতানিয়াহুর দাবি, কঠোর পরিশ্রম ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে ইজরায়েল প্যালেস্টাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করে আসছে। একইসঙ্গে, প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো দেশগুলির পদক্ষেপের বিরোধিতা করে তীব্র নিন্দা জানিয়েছে ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

উল্লেখ্য, গাজায় ইজরায়েলি বাহিনীর স্থল অভিযান চলমান থাকা সত্ত্বেও এখন পর্যন্ত প্রায় ১৪০টিরও বেশি দেশ প্যালেস্টাইনের রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সমর্থনে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে, যেখানে বহু রাষ্ট্রের নেতারা উপস্থিত থাকবেন। অনুমান করা হচ্ছে, সম্মেলনের পর আরও অন্তত ছয়টি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds