নেদারল্যান্ডস: ভারতের বন্ধু না পাকিস্তানের সমর্থক? উত্তেজনার আবহে উঠছে নতুন প্রশ্ন

Spread the love

কলকাতা, ২৩ মে — ভারত-পাকিস্তান সম্পর্ক চিরকালই টানাপোড়েনের। কিন্তু সেই উত্তেজনার আবহেই ভারতের এক ‘বন্ধু’ দেশ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর বিতর্ক। একদিকে ভারতের সাথে ২২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক, অন্যদিকে পাকিস্তানে অস্ত্র রপ্তানিতে চিনের পর দ্বিতীয় স্থানে — হ্যাঁ, কথা হচ্ছে নেদারল্যান্ডস (Netherlands) নিয়ে।

এমন এক সময়ে যখন তুরস্ক ও চিন খোলাখুলি পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে, তখন ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার নেদারল্যান্ডসের অবস্থান ঘিরে উঠছে নানা প্রশ্ন।


পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে নেদারল্যান্ডসের অবদান

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা রিপোর্ট অনুযায়ী, চিনের পর পাকিস্তানে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশ হল নেদারল্যান্ডস। আজারবাইজান, তুরস্কের মতো দেশ যখন কূটনৈতিক সমর্থন দেয়, তখন নেদারল্যান্ডস সরাসরি প্রতিরক্ষা সহায়তা দিয়ে পাকিস্তানকে সাহায্য করে। এই তথ্য সামনে আসতেই দেশটির সঙ্গে ভারতের গভীর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।


ভারত-নেদারল্যান্ডস সম্পর্ক: স্বার্থ না আদর্শ?

নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের বাণিজ্যিক অংশীদারিত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছর ২২ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য করে ভারত, যেখানে পুরো ইউরোপের সঙ্গে দেশটির বাণিজ্য মাত্র ১৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই বাণিজ্যিক মজবুত সম্পর্কের কারণে পাকিস্তানের স্বার্থে ভারতকে দূরে ঠেলার ঝুঁকি নিতে চায় না অ্যামস্টারডাম।


বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সফর: সম্পর্ক দৃঢ় করতে কূটনৈতিক বার্তা

সাম্প্রতিক সফরে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর নেদারল্যান্ডস সহ ইউরোপের তিনটি দেশ সফর করেন। সফরের পর তিনি এক্স (পুরোনো টুইটার)-এ লেখেন:

“আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফের সাথে সাক্ষাৎ করে অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী মোদির তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেদারল্যান্ডসের ভূমিকার প্রশংসা করি।”

এই মন্তব্য থেকে স্পষ্ট, ভারত সরকার নেদারল্যান্ডসকে পাকিস্তানের সমর্থক নয় বরং সন্ত্রাসবিরোধী সহযোগী হিসেবে দেখতে চায়।


তাহলে নেদারল্যান্ডসের অবস্থান কী?

যেখানে পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দেয় নেদারল্যান্ডস, সেখানেই ভারতের সঙ্গেও গড়ে তুলেছে গভীর বাণিজ্যিক সম্পর্ক। তাই প্রশ্ন ওঠে—ব্যবসায়িক স্বার্থে কি আদর্শ বিসর্জন দিচ্ছে ভারত?
বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক লাভ ছাড়াও প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হচ্ছে, যা ভারতের পক্ষেও লাভজনক।


সারসংক্ষেপ:

  • নেদারল্যান্ডস চিনের পর পাকিস্তানে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ
  • ভারতের সঙ্গে প্রতিবছর ২২ বিলিয়ন ডলারের বাণিজ্য
  • বিদেশমন্ত্রী জয়শঙ্কর সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদির বার্তা পৌঁছে দেন
  • পাকিস্তানকে পাশে পেলেও ভারতের সাথে সম্পর্ক শেষ করার সম্ভাবনা কম
  • কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে ভারসাম্য বজায় রাখতে চাইছে অ্যামস্টারডাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds