নাইজারে জনসংখ্যা বেড়েই চলেছে, ২০৫০-এ পৌঁছাবে ৭ কোটিতে

Spread the love

নিজস্ব সংবাদদাতা – আফ্রিকার দেশ নাইজার বর্তমানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির মুখোমুখি। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ২ কোটি ৭৯ লাখ। অনুমান করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এটি তিনগুণ বেড়ে ৭ কোটিতে পৌঁছাবে।

বিশ্বব্যাংকের ২০২২-২৩ সালের তথ্য অনুযায়ী, নাইজারে একজন নারী গড়ে ৬.৮টি সন্তানের জন্ম দেন। এটি বিশ্বের সর্বোচ্চ প্রজনন হার। দেশের ৪৯ শতাংশ মানুষই ১৫ বছরের কম বয়সী।

দেশটির ৮০ শতাংশ জনগণ গ্রামে বাস করে। কৃষিকাজ ও পশুপালনই প্রধান জীবিকা। বড় পরিবারকে অর্থনৈতিক নিরাপত্তা হিসেবে দেখা হয়। গর্ভনিরোধক ব্যবহার অত্যন্ত কম—মাত্র ৮ শতাংশ নারী আধুনিক পদ্ধতি ব্যবহার করেন।

এখানে বাল্যবিবাহ প্রচলিত। মেয়েদের বিয়ের গড় বয়স ১৫-১৬ বছর। অনেক সময় ১২-১৩ বছরের মধ্যেই তারা মা হয়।

শিশুমৃত্যুর হার অত্যন্ত বেশি। প্রতি ১০০০ শিশুর মধ্যে ২৭৪ জন চার বছরের মধ্যে মারা যায়। ফলে পরিবারগুলো বেশি সন্তান নেওয়ার চেষ্টা করে।

নাইজারে শিক্ষার হার কম। মাত্র ৩৪ শতাংশ শিশু স্কুলে যায়, মেয়েদের ক্ষেত্রে তা ২৭ শতাংশ। গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে দেশটির অবস্থান ১১৫তম, যেখানে ২০ শতাংশ মানুষ পর্যাপ্ত খাবার পান না।

বিশ্বব্যাংকের অনুমান, যদি মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ে এবং গর্ভনিরোধক ব্যবহার বৃদ্ধি পায়, তাহলে ২০৫০ সালের মধ্যে প্রজনন হার ২.৭-এ নামতে পারে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds