কলকাতা
ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এর ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় জেলাগুলিতে উত্তাল সমুদ্র, দমকা হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
আজ সোমবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামসহ অন্যান্য জেলাতেও বজ্রসহ বৃষ্টি ও ঘন্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
এখনই তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী দিনের সম্ভাবনা
মঙ্গলবারও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া, আবহাওয়া দফতর জানিয়েছে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।