নিজস্ব সংবাদদাতা – ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় বড় ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের জারি করা নতুন ওবিসি তালিকা সহ সংশ্লিষ্ট সময়কালে প্রকাশিত সমস্ত বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দেয়। হাইকোর্ট জানিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
এই স্থগিতাদেশের ফলে রাজ্য সরকারের কোনও দপ্তর এই তালিকার ভিত্তিতে আর কোনও পদক্ষেপ নিতে পারবে না। রাজ্য সরকারের তরফে চালু করা ওবিসি সার্টিফিকেট জমা দেওয়ার অনলাইন পোর্টাল ও আবেদন প্রক্রিয়াও এই স্থগিতাদেশের আওতায় পড়েছে।
এর আগে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেও, দেশের শীর্ষ আদালত হাইকোর্টের রায়ই বহাল রাখে। এবার হাইকোর্টের এই নতুন অন্তর্বর্তী স্থগিতাদেশ আরও চাপ বাড়াল রাজ্যের উপর।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রায়ের পর এক্স (প্রাক্তন টুইটার)-এ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৭৬টি মুসলিম শ্রেণিকে নতুন ওবিসি তালিকায় যুক্ত করেছিল। হাইকোর্টের স্থগিতাদেশে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তাঁর অভিযোগ, এই পদক্ষেপ পিছিয়ে পড়া হিন্দুদের এবং অন্যান্য নন-মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্য তৈরি করেছিল।
বিশেষজ্ঞদের মতে, এই স্থগিতাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের ভর্তি প্রক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে। রাজ্য সরকারের তরফে এখনও এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক মহলে এই ঘটনা নতুন করে বিতর্ক ও উত্তেজনা তৈরি করেছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন