নিজস্ব সংবাদদাতা – ‘অপারেশন সিন্দুর’— এটি ছিল শুধু একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং ভারতের পক্ষ থেকে এক কৌশলগত বার্তা। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ স্বরূপ ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পার হয়ে পাকিস্তান অধিকৃত অঞ্চলে ৯টি সন্ত্রাসবাদী আস্তানা ধ্বংস করে।
সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেনাবাহিনীর ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর. সিং স্পষ্টভাবে বলেন, এই অভিযানের ফলে ভারত শুধু কৌশলগত জয় পায়নি, বরং চীন ও তুরস্কের পরোক্ষ ভূমিকাও উন্মোচিত হয়েছে।
চমকপ্রদ তথ্য হলো, পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছিল তার ৮১ শতাংশই চীনের তৈরি। চীন কার্যত পাকিস্তানকে “লাইভ ল্যাবরেটরি” বানিয়ে তাদের নতুন অস্ত্র ও প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করেছে। শুধু তাই নয়, সেনা সূত্র বলছে, ভারত-পাকিস্তান DGMO বৈঠকের সময় চীন পাকিস্তানকে ভারতীয় ভেক্টরের রিয়েল-টাইম আপডেট পর্যন্ত সরবরাহ করছিল!
জেনারেল সিং এই প্রেক্ষিতে বলেন, ভারতের এখন দরকার আরও দুর্ভেদ্য ও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। যদিও কিছু দেশীয় অস্ত্র দুর্দান্ত পারফর্ম করেছে, কিছু ক্ষেত্রে ঘাটতি স্পষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এই অপারেশনের সাফল্য শুধু সীমান্তে সন্ত্রাসবাদ নির্মূলে নয়, বরং বহুস্তরীয় কূটনৈতিক ও প্রতিরক্ষা প্রস্তুতির অঙ্গ হিসেবেও নজির স্থাপন করল। চীন ও তুরস্কের পরোক্ষ হস্তক্ষেপ ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন