
বসন্ত বিহারে ফুটপাথে ঘুমন্ত পাঁচজনের ওপর দুঃস্বপ্নের মতো নেমে এলো অডি গাড়ি
নিজস্ব সংবাদদাতা – দিল্লির বসন্ত বিহার এলাকার শিব ক্যাম্পে ৯ জুলাই রাতটা ছিল অন্য রাতগুলোর মতোই—শান্ত, নিস্তব্ধ। ফুটপাথে জীবনযাপনকারী পাঁচজন মানুষ, যাঁদের প্রত্যেকের গল্প আলাদা, সেদিন ঘুমিয়ে পড়েছিলেন রোজকার ক্লান্তি নিয়ে। কিন্তু রাত ১:৪৫-এর পর সবকিছু বদলে গেল এক মুহূর্তে। একটি সাদা বিলাসবহুল অডি গাড়ি হঠাৎ ফুটপাথে উঠে পড়ে, আর একের পর এক মানুষকে পিষে…