একসঙ্গে তিন প্রাণহানি: নিরাপত্তাহীন বাইক যাত্রায় ফের মর্মান্তিক পরিণতি

Spread the love

নিজস্ব সংবাদদাতা – বৃষ্টির দিনে বাইক চালানোর ঝুঁকি, অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা এবং সুরক্ষার ঘাটতি — এই তিনের সম্মিলিত পরিণতি আবারও দেখা গেল পূর্ব বর্ধমানের পাটুলি এলাকায়।

একটি বাইকে তিনজন যুবক — সুজয় ও মুকেশ কেদার বংশী এবং দিবাকর মজুমদার — ফিরছিলেন কাজ শেষে। পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটিতে, পরে দেওয়ালে সজোরে ধাক্কা মারে বাইকটি। মুহূর্তের মধ্যে প্রাণ হারান তিনজনেই।

এই মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখাল, কিভাবে সামান্য অসতর্কতা বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ যাত্রা একাধিক প্রাণ কেড়ে নিতে পারে। সাধারণ মানুষ এখনো সেভাবে হেলমেট ব্যবহার করেন না, বাইকে অতিরিক্ত যাত্রী নিয়ে চলার প্রবণতা গ্রামীণ এলাকায় এখনও রয়ে গেছে।

এই দুর্ঘটনা শুধু একটি মুহূর্তের ট্র্যাজেডি নয়, বরং আমাদের সড়ক নিরাপত্তা সচেতনতার অভাবের জ্বলন্ত উদাহরণ। পাশাপাশি জরুরি প্রশ্ন উঠছে—বৃষ্টির দিনে কি সঠিকভাবে রাস্তার পিচকারি হয়? বা প্রশাসনের তরফে কি বাইকচালকদের জন্য পর্যাপ্ত সতর্কতামূলক প্রচার চলছে?

স্থানীয় মানুষের শোকের মাঝে প্রশাসনের এখন দায়িত্ব আরও বড় — এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ এখন জরুরি।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds