“বাঁচতে হলে লাফ দাও!”—পেঞ্চের জঙ্গলে চিতাবাঘ বনাম বাঘের থ্রিলার

Spread the love

নিজস্ব সংবাদদাতা – পেঞ্চের গভীর সবুজে ঝিকিয়ে উঠছিল সকালবেলার আলো। পর্যটকদের জিপ সবে ঢুকেছে টাইগার রিজার্ভে। তখনই এক মুহূর্ত যেন আটকে গেল—বাঘ এসেছে! কিন্তু চমক এখানেই নয়। সেই বাঘকে দেখে একটি চিতাবাঘ দৌড়ে গাছে উঠে গেল। আশপাশ নিঃশব্দ, ক্যামেরা অন, শ্বাস আটকে আছে সকলের।

বাঘ দাঁড়িয়ে আছে নিচে—চোখ তুলে চেয়ে আছে চিতার দিকে। একদম সিংহাসনের মতো অবিচল। চিতাবাঘ বুঝে গেল—এভাবে বেশিক্ষণ ঝুলে থাকা যাবে না। সে ঝাঁপ দিল মাটিতে, দৌড়ে সোজা ছুটে গেল আরেকটি উঁচু গাছের দিকে। পেছনে ততক্ষণে বাঘও দৌড়াতে শুরু করেছে। কিন্তু সেই গাছে উঠতে গিয়ে বাঘ থেমে গেল, আর চিতা উঠে গেল বাঁচার একমাত্র আশ্রয়ে।

দৃশ্যটা যেন কোনও ওয়াইল্ড লাইফ থ্রিলার সিনেমার দৃশ্য, কিন্তু এটি বাস্তব। পর্যটকেরা শিহরিত, কেউ কেউ তো ঘামতেই শুরু করেছেন উত্তেজনায়। কেউ বলেন, “জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা”—এইটিই।

প্রকৃতির এই নিঃশব্দ লড়াই, প্রাণে বাঁচার এই ছটফটানি আমাদের মনে করিয়ে দেয়—জঙ্গল নিজেই একটা থিয়েটার, যেখানে প্রতিটি মুহূর্তে নাটক হচ্ছে, কিন্তু সেখানে ভুল করলে জীবনই বাজি।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds