বিদায়ী স্পিনার: সব ফরম্যাটকে বিদায় জানালেন পীযুষ চাওলা

Spread the love

নিজস্ব সংবাদদাতা – একটি যুগের ইতি টানলেন ভারতীয় ক্রিকেটার পীযুষ চাওলা। শুক্রবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এই সফল লেগস্পিনার।

৩৬ বছর বয়সী পীযুষ ছিলেন ২০০৭ সালের টি-টোয়েন্টি ও ২০১১ সালের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। জাতীয় দলে তিনি খেলেছেন ৩টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ।

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের চেয়েও অনেক বেশি উজ্জ্বল ছিল তাঁর ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাত্রাপথ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪৬ উইকেট ও টি-টোয়েন্টিতে ৩১৯ উইকেট শিকার তাঁর সাফল্যের প্রমাণ বহন করে।

বিশেষত, কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁর স্পিন ছিল প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক। ২০১২ ও ২০১৪ সালে আইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আইপিএলে মোট ১৫৭টি উইকেট নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যতম সফল স্পিনার হিসেবে।

নিজের অবসরের খবরটি পীযুষ জানিয়েছেন সামাজিক মাধ্যমে। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবার, সতীর্থ, কোচ ও স্টাফদের প্রতি। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কেকেআর টিমকে।

ক্রিকেট ভক্তদের মনে রেখে গেলেন অনেক স্পিন-ম্যাজিকের স্মৃতি।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds